31 C
Kolkata
August 2, 2025
রাজ্য

গণনার সময় চুরি যাওয়া ব্যালট পেপার মিলল বাগানে, পুকুর পাড়ে

মালদহ: পঞ্চায়েত ভোট গণনার দিন থেকে বিজেপি সহ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি একের পর এক কারচুপির অভিযোগ জানিয়ে আসছিল। তার কোনও সুরাহা এখনও হয়নি। কিন্তু ভোট গণনা মিটতেই এবার ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় মিলছে বিজেপি সহ বিরোধীদের ভোট দেওয়া ব্যালট পেপারের হদিশ। এরকমই একটি ঘটনার প্রমাণ মিলেছে মালদা জেলার মানিকচক থানার মথুরাপুরে। এখানকার বিএসএস হাই স্কুলের গণনা কেন্দ্র থেকে মাত্র ২০০ মিটার দূরে বিজেপিকে ভোট দেওয়া কয়েক হাজার ব্যালট পেপার উদ্ধার হয়েছে। কিভাবে গণনা হয়েছে বোঝাই যাচ্ছে!

উল্লেখ্য, এখানকার ২৮ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডলকে ভোট দেওয়া প্রায় তিন হাজার ব্যালট পেপার উদ্ধার হয়েছে। তিনি গণনার দিন বার বার বিডিও, পুলিশ আধিকারিক, এডিএম, অবজার্ভার সহ গণনায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্তাদের কাছে বারবার অভিযোগ জানান। অভিযোগ করেন, ভোট চুরি করে তাঁকে হারানো হচ্ছে। কিন্তু, তাঁর কথায় প্রশাসনিক কর্তারা কেউ কর্ণপাত করেননি। তিনি আরও অভিযোগ করেন, গণনার সময় সংশ্লিষ্ট আসনে প্রধান বিরোধীকে ভোট দেওয়া আসল ব্যালট সরিয়ে, শাসকদলকে ভোট দেওয়া নকল ব্যালট পেপার গণনা করা হয়।

অবশেষে গতকাল শুক্রবার গণনা কেন্দ্র থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি জলাশয়ের ধারে প্রায় তিন হাজার ব্যালট পেপার উদ্ধার হয়েছে। এদিন ব্যালট পেপার উদ্ধারের সময় পুলিশের সঙ্গে ঘটনাস্থলে আসেন প্রার্থী গৌরচন্দ্র মন্ডল। তিনি বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন। অভিযোগ করেন, ভোট চুরির এই জঘন্যতম প্রক্রিয়াটা পিসি এবং তাঁর ভাইপোর আঙ্গুলি হেলনে সরাসরি নবান্ন থেকে নিয়ন্ত্রণ করছে।

Related posts

Leave a Comment