25 C
Kolkata
November 1, 2025
রাজ্য

আবারও কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ

সংবাদ কলকাতা: রাজ্যের নিয়োগ দুর্নীতির মধ্যে নতুন করে আশার খবর। আবারও কয়েক হাজার কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ। এবিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই খবর আসামাত্রই চাকরি প্রার্থীদের মনে নতুন করে আসার সঞ্চার হচ্ছে। কারণ ইতিমধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল পদের একটি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ফের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবার নতুন করে তিন হাজারের কাছাকাছি কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যাঁরা ন্যূনতম মাধ্যমিক পাস করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে।

✓মোট শূন্য পদ: ২৩৫৬টি

✓বয়স সীমা: ন্যূনতম ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। OBC চাকরি প্রার্থীরা ৩ বছরে বয়সের ছাড় পাবেন। অন্যদিকে SC, ST চাকরি প্রার্থীরা অতিরিক্ত ৫ বছর বয়সে ছাড় পাবেন।

✓আবেদন মূল্য: রাজ্য পুলিশের এই পদে আবেদনকারীদের General, OBC চাকরি প্রার্থীদের ১৭০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে SC, ST চাকরিপ্রার্থীদের ২০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

✓শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে। এছাড়াও শারীরিক কিছু মাপজোকের কথা বলা হয়েছে। সেগুলি জানতে নিয়মিত অফিসের নোটিফিকেশন ফলো করতে হবে।

✓আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে এখানে আবেদন করতে হবে। এজন্য প্রথমে আপনাকে WB police এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে চাকরির জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা যথাযথভাবে পূরণ করতে হবে। সবশেষে ফি জমার দেওয়ার পর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

✓প্রয়োজনীয় ডকুমেন্ট: রাজ্য পুলিশের এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে আপনার যে সমস্ত নথিপত্র থাকা বাধ্যতামূলক, সেগুলি হল-

১.জন্ম প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
২.পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ও ভোটার কার্ড গ্রাহ্য হবে।
৩.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট ও সার্টিফিকেট দিতে হবে।
৪.আবেদনকারীর জাতিগত শংসাপত্র দিতে হবে। তবে এটা বাধ্যতামূলক নয়, যদি থেকে থাকে।
৫.আবেদনকারী সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর।

জানা প্রয়োজন, এই পদে আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সূত্রের খবর, সামনেই লোকসভা ভোট। সেই কথা মাথায় রেখে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ এই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তাই আপনারা যাঁরা আবেদন করতে ইচ্ছুক, google play স্টোর থেকে ‘সংবাদ কলকাতা’ Sangbad Kolkata নিউজ appটি install করুন। এবং নিয়মিত ফলো করুন। আবেদন শুরু হলে আপনাদের নির্দিষ্ট সময়ে app-এ সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

Related posts

Leave a Comment