November 3, 2025
দেশ

আজ চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ৩

নতুন দিল্লি: আজ চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। দুপুর ২ টো ৩৫ মিনিটে যাত্রা শুরু করবে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ইতিমধ্যেই ইসরো এই চন্দ্রাভিযানের সব প্রস্ততি সম্পন্ন করে ফেলেছে। গতবার চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ সফল হলেও চাঁদের মাটিতে সফলভাবে ‘সফ্ট ল্যান্ডিং’ করতে ব্যর্থ হয় ল্যান্ডার। অতীতের সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। এবার অনেকটাই সতর্কতার সঙ্গে কাজ করছেন ইসরোর বিজ্ঞানীরা। সেজন্য এবার এই অভিযানের সাফল্য কামনা করে বৃহস্পতিবার তিরুপতি মন্দিরে পুজো দিলেন ইসরোর কয়েকজন বৈজ্ঞানিক। তাঁদের সঙ্গে ছিল চন্দ্রযান ৩ –এর একটি ছোট মডেল। ভারতের এই চন্দ্রাভিযান-৩ সফল হলে চাঁদ সম্পর্কে বহু অজানা তথ্য সামনে আসবে পৃথিবীর মানুষের কাছে। যা গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। ইসরোর রিভিউ কমিটি এই অভিযানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হয়েছে। এই কমিটির ছাড়পত্র আসার পর চন্দ্রযান ৩-কে স্বাগত জানিয়েছে লঞ্চ অথরাইজেশন বোর্ড।

Related posts

Leave a Comment