December 27, 2024
রাজ্য

পঞ্চায়েত নির্বাচনের অশান্তির দায় কমিশনের উপরেই চাপাল রাজ্য সরকার

সংবাদ কলকাতা: এবার পঞ্চায়েত নির্বাচন পর্বের অশান্তির দায় সরাসরি নির্বাচন কমিশনের ঘাড়ে চাপিয়ে দিল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নির্বাচন সংক্রান্ত মামলার সওয়াল জবাবের সময় রাজ্যের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানান, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের উপর। নির্বাচন কমিশন সেটা যথাযথভাবে পালন করতে পারেনি। এই অশান্তির দায় রাজ্য সরকারের নয়। সুতরাং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচন পর্বে এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দূর্গা পূজা এবং কুম্ভ মেলার উদাহরণ টেনে বলেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় সত্ত্বেও সেখানে প্রশাসনের ভূমিকা প্রশংসার যোগ্য। তাহলে একটি ভোট রাজ্যের জনসাধারণকে সুরক্ষা দিতে রাজ্য প্রশাসন ব্যর্থ কেন?

উল্লেখ্য, রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়েছে রাজ্য। নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে রাজ্যবাসী হিংসার স্বীকার হয়েছে। বুধবার পর্যন্ত রাজ্যে হিংসার বলি হয়েছে ৪৭ জন। এখনও পর্যন্ত রাজ্য সরকার এই হিংসা রোধে কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে হাইকোর্ট জানতে চায় রাজ্য সরকারের আইনজীবীর কাছে। সব মিলিয়ে কোর্ট রাজ্য সরকারকে যে কাঠগড়ায় তুলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related posts

Leave a Comment