23 C
Kolkata
April 19, 2025
কলকাতা

সবুজ আবিরে ঢেকে গেল স্বরূপনগর

নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর: সবুজ আবিরে ঢেকে গেল স্বরূপনগর! একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিক্ষুব্ধদের প্রবল প্রতিরোধের মধ্যেও পঞ্চায়েতে ফের শক্তিশালী শাসকদল। স্বরূপনগর ব্লকের ১০টি পঞ্চায়েতই জোড়া ফুলের দখলে। কার্যত কোণঠাসা হয়ে পড়ল বিক্ষুব্ধ গোষ্ঠী। এখানকার চারঘাট অঞ্চল আর বাঁকড়া-গোকুলপুর অঞ্চল বাদে বাকি ৮টি অঞ্চলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ঘাসফুল শিবির।

তবে চারঘাট অঞ্চলের মোট ২৪টি আসনের মধ্যে ১১টি দখল করে তারা আসন সংখ্যায় শীর্ষে রয়েছে। এখানে বিজেপি পেয়েছে ৬টি আসন। সিপিআইএম ৩টি, নির্দল ৩টি ও কংগ্রেস ১টি আসন পেয়েছে। অতএব এই অঞ্চলেও তারা পঞ্চায়েত গঠনের পর্যায়ে রয়েছে। শুধুমাত্র দুইটি আসন জোগাড় করতে পারলেই অঞ্চল দখল হয়ে যাবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করেন। তবে বিরোধীরা সবাই একজোট হলে আবার উল্টো ফলও হতে পারে।

একইভাবে বাঁকড়া-গোকুলপুর অঞ্চলে ২১টির মধ্যে ১০টি পেয়েছে শাসক শিবির। বিরোধীরা পেয়েছে ১১টি। যার মধ্যে সিপিআইএম ৪টি, কংগ্রেস ৪টি, আইএসএফ ১টি, বিজেপি ১টি ও নির্দল ১টি আসন পেয়েছে।

Related posts

Leave a Comment