সংবাদ কলকাতা: আবারও বোমা ফাটালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বিস্ফোরক দাবী করে তিনি বলেন অভিষেক ইডির কাছে রাজ্যের গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রীর নাম বলে এসেছেন। গরু পাচার মামলায় কে মূল অভিযুক্ত তার পরিচয় ইডি জানে। তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? একটি সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন রাজ্যের পাচার চক্রের মূল পান্ডা কে তা জানে সিবিআই ইডি। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাছাড়া তিনি ইডির জেরার সম্মুখে রাজ্যের দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর নাম করে এসেছেন। এর পরেই ইডি একে একে মন্ত্রী মলয় ঘটক ও ফিরহাদ হাকিমকে ডাকবে।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মাত্রাহীন হিংসার ও মৃত্যুর বিচার চাইতে সোমবারেই হাইকোর্টের দ্বারস্থ হন অধীর রঞ্জন চৌধুরী। তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এর বেঞ্চে মামলা করার অনুমতি চান। কারণ হাইকোর্টের বিচারপতিদের এখন কর্মবিরতি চলছে। তাই তাকে বলা হয় মামলা করতে হলে তাকে উপস্থিত থাকতে হবে। তাই সোমবার সাত সকালে তিনি মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে এসেছেন। এরই পরিপ্রেক্ষিতে মামলা করার অনুমতি দেন প্রধান বিচারপতি।