নদীয়া, ৮ জুলাই: চলছে গ্রাম দখলের লড়াই। আর সেই লড়াইকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে চলছে চরম অশান্তি। ইতিমধ্যে শনিবার সকাল থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১১। তাদের মধ্যে কেউবা শাসক দলের আবার কেউবা বিৰোধী দলের কর্মী।কোথাও আবার মার খাচ্ছেন ভোটকর্মীরা। যা নিয়ে দিনভর রীতিমতো অশান্ত বাংলা। এরই মধ্যে নদীয়ার বড় আন্দুলিয়াতে শাসক বিরোধী সংঘর্ষ থামাতে কেন্দ্রীয় বাহিনীকে চালাতে হল গুলি। স্থানীয়দের অভিযোগ, শনিবার দুপুরবেলা তৃণমূলের এক দল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহ ঢুকে পড়ে ভোট গ্রহণ কেন্দ্রে এবং ছাপ্পা ভোট দিতে শুরু করে। কর্ত্যব্যরত পুলিশ কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে সেক্টর অফিসার খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেখানে হাজির হন। ততক্ষনে পরিস্থিতি আয়ত্তের বাইরে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুণ্যে গুলি চালায়। অবশ্য তাতে হতাহতের কোনও খবর নেই । এরপর ছত্রভঙ্গ হয়ে পড়ে জনতা। ফলে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে ভোট গ্রহণ প্রক্রিয়া। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।
previous post