November 1, 2025
কলকাতা

গাইঘাটার তৃণমূল আশ্রিত চোরা কারবারিদের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু

সংবাদ কলকাতা: শনিবার গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা হাইস্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টীর পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদার, গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ জেলা সভাপতি রামপদ দাস, রাজ্য বিজেপি নেত্রী ডঃ অর্চনা মজুমদার সহ আরও অনেক বলিষ্ঠ নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যের শাসকদলকে চোরেদের দল বলে তীব্র আক্রমণ করেন। তিনি বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে গরু পাচার ইস্যুতে সোচ্চার হয়ে ওঠেন। বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আসার পর থেকে BSF জওয়ানরা আর গোমাতাদের পাচার হতে দেন না। তিনি পাঁচপোতার বিশিষ্ট তৃণমূল নেতা তথা দীর্ঘ দিনের চোরাকারবারি দেবেন ঘোষের নাম করে বলেন, ঘোষ মহাশয় আগে গরু পাচার করতেন। এখন তিনি ফেন্সিডিল পাচার করেন। তার সাথে যুক্ত আছেন গাইঘাটা থানার ওসি সহ আরও অনেকে। তিনি আরও অভিযোগ করেন, এই পাচারের টাকা ভাইপো অভিষেক ব্যানার্জির কাছে যায়।

তিনি মহিলাদের আশ্বস্ত করে বলেন, মমতা ব্যানার্জি যতই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হওয়ার হুমকি দিক, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। কারণ লক্ষ্মীর ভান্ডার সরকার দেয়, তৃণমূল নয়। বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন লক্ষ্মীর ভান্ডারে মায়েদের ২০০০ টাকা করে দেওয়া হবে।

Related posts

Leave a Comment