রঘুনাথপুর: পঞ্চায়েত নির্বাচনের আগে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। চরম অনিশ্চয়তায় ভুগছেন আদ্রা শহর তৃণমূলের এই প্রাক্তন সভাপতির পরিবারের সদস্যরা। প্রয়াত এই তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে আজ কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, আজ শনিবার ধনঞ্জয়ের দাদা আনন্দ চৌবেকে ফোন করেন রাজ্যপাল। তিনি পরিবারের অবস্থার কথা জানতে চান। ধনঞ্জয়ের খুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে তাঁর সম্পর্কে খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল। তৃণমূল নেতার পরিবারকে বেশ কিছু ফোন নম্বরও দিয়েছেন। খুনের তদন্ত নিয়ে রাজ্যপালের কাছে অসন্তোষ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা রাজ্যপালকে জানান, পূর্বেও আদ্রায় একাধিক খুন হয়েছে। কিন্তু তদন্ত মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। আমরা সঠিক তদন্ত চাই। আমাদের ক্ষেত্রে তদন্ত বন্ধ হলে রাজ্যপালের স্মরণাপন্ন হব।
previous post