পিথোরাগড়, ২২ জুন: উত্তরাখণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। আহত হয়েছেন আরও দুই জন। এখানকার পিথোরাগড়ে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। গাড়িটি বাগেশ্বর থেকে হোকরার দিকে যাওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ।
খবর পেয়ে নাচানি থানার এসএইচও চন্দন সিং পুলিশের একটি উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে রওনা হন। এছাড়া তেজাম হাসপাতাল থেকে ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা একটি বোলেরো গাড়িতে চড়ে পূজা দেওয়ার জন্য হোকরা মন্দিরে যাচ্ছিলেন। যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ।