24 C
Kolkata
April 18, 2025
কলকাতা

নাতনির নগ্ন ছবি সোশ্যালে ভাইরাল হওয়ার অভিযোগে গ্রেপ্তার দাদু

ডায়মন্ডহারবার: যুবতীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছিল প্রেমিক। কিন্তু দাদুর মোবাইল থেকে নাতনির সেই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রমাণ পেয়ে শুক্রবার যুবতীর মায়ের মামাকে গ্রেপ্তার করল ডায়মন্ডহারবার সাইবার থানার পুলিস। ধৃত ওই বৃদ্ধের নাম মুজিবর রহমান মল্লিক।

প্রসঙ্গত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হওয়ার আগেই ধরা পড়েছিল প্রেমিক রমজান মণ্ডল। জেরার মুখে ওই যুবক ছবি তোলার সত্যতা স্বীকার করে নেয়। কিন্তু সে ওই ছবি কোথাও পোস্ট করার অভিযোগ অস্বীকার করে। এরপর ধন্ধে পড়ে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। শেষে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষকে তথ্য চেয়ে চিঠি দেয় পুলিশ। উত্তরে জানতে পারে, ওই ছবি প্রেমিক রমজানের মোবাইল নম্বর থেকে নয়, যুবতীর দাদু মুজিবর রহমানের মোবাইল নম্বর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপর গতকাল শুক্রবার ডায়মন্ডহারবার সাইবার থানার পুলিস তাঁকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, গত ৩১ মে ওই যুবতী ডায়মন্ডহারবার থানায় তাঁর প্রেমিক রমজানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, রমজানই তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই অভিযোগের ভিত্তিতে গত ১ জুন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এদিকে মুজিবর জানিয়েছেন, এই ছবি তাঁর মোবাইল থেকে কিভাবে আপলোড হল তার কিছুই জানেন না তিনি। এরপর পুলিশের ধারণা হয়, মুজিবরের মোবাইল কেউ ব্যবহার করে ছবি আপলোড করে থাকতে পারে। সেজন্য তাঁর মোবাইল আর কে কে ব্যবহার করত তা জানার চেষ্টা করছে ডায়মন্ডহারবার থানা। সেজন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related posts

Leave a Comment