নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর: স্বরূপনগরে পঞ্চায়েত ভোটে ত্রিমুখী লড়াই। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শাসকদল তৃণমূলের মনোনয়ন জমা দেওয়ার হিড়িক। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একদিকে শক্তিশালী হয়ে উঠছে বিজেপি। অন্যদিকে বিক্ষুব্ধ নারায়ণপন্থীদের অনেকে ভিড়ে যাচ্ছেন কংগ্রেসে। জোটের হাওয়ায় পাল তুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বামফ্রন্ট। তবে এই ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ে কে শেষ হাসি হাসবে সেটা এখনই আঁচ করা মুশকিল।
previous post
next post