সংবাদ কলকাতা, ৫ জুন: ওড়িশার বালেশ্বরের বাহানাগা স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসাবে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। জখম হয়েছেন আটশোর বেশি যাত্রী। মৃত ও আহতদের মধ্যে এরাজ্যের বহু মানুষও রয়েছেন। যার মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। এর ফলে ফের সামনে চলে এল পশ্চিমবঙ্গের বেকার সমস্যা। পেটের দায়ে বহু বেকার শ্রমিকের কাজে ভিন রাজ্যে যাচ্ছিলেন। তাঁদের মধ্যে কেউ বাঁচেন, কেউ মারা যান।
এমনিতেই রাজ্যে বেকার সমস্যা দীর্ঘদিনের। তার ওপর একের পর এক রাজ্য সরকারি চাকরিতে পাহাড়প্রমাণ দুর্নীতি। অভিযোগ পেয়ে তদন্তের পর রাজ্যের উচ্চ আদালত হাজার হাজার সরকারি চাকরি বাতিলের ঘোষণা করেছে। অন্যদিকে রাজ্যের সাধারণ শ্রমজীবী মানুষ কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সুর ছড়িয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে ১০০ দিনের মজুরি পাইনা। যার ফলে পেটের দায়ে বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে। কিন্তু সেই যাওয়ার পথেও বাড়ছে বিপদ। রেলপথে নিরাপত্তা নেই। অতএব এবার আর বাইরে নয় রাজ্যেই কোনও কাজ সন্ধান করতে হবে।
previous post
next post