21 C
Kolkata
December 26, 2024
রাজ্য

এবার উচ্চমাধ্যমিকে প্রথম রামকৃষ্ণ মিশনের ছাত্র, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

সংবাদ কলকাতা: অবশেষে পরীক্ষার ৫৭ দিনের মাথায় আজ বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবার মোট পাশ করেছে ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪২ হাজারের মতো। অর্থাৎ এবছর প্রায় এক লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী বেশি ছিল। সেখানে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন প্রায় ১ লক্ষ ১৫ হাজারের মতো। এবার পাশের হারে ছেলেরা এগিয়ে। অর্থাৎ ৯১.৮৬ শতাংশ ছেলে এই পরীক্ষায় পাশ করেছেন। সেখানে মেয়েরা পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ। এবার পূর্ব মেদিনীপুরে পাশের হার সব থেকে বেশি। ৯৫.৭৫ শতাংশ। তুলনায় কলকাতায় পাশের হার অনেক কম। যার ফলে পাশের হারে এবার কলকাতার স্থান দশমে।

নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের এক ছাত্র প্রথম স্থান অধিকার করেছেন। তাঁর নাম শুভ্রাংশু সর্দার। শুভ্রাংশুর প্রাপ্ত নম্বর ৪৯৬ জন। তাঁর গড় প্রাপ্ত নম্বর ৯৯.২০ শতাংশ। যুগ্মভাবে দ্বিতীয় সুষমা খান ও আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। সুষমা বাঁকুড়ার ছাত্রী এবং আবু সামা উত্তর দিনাজপুরের পরীক্ষার্থী। সেই সঙ্গে ৪৯৪ নম্বর পেয়ে একসঙ্গে তিন জন তৃতীয় স্থান অধিকার করেছেন। এই তিন জন হলেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস। প্রসঙ্গত এবছর গত ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৭ মার্চ। এবার মোট ৮৭ জন পরীক্ষার্থী মেধাতালিকায় প্রথম দশে রয়েছেন। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন, কলকাতায় ৩ জন, হুগলিতে ১৮ জন রয়েছেন।

এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশের সময় একটি সাংবাদিক বৈঠক ডাকেন। সেই বৈঠকে তিনি মেধা তালিকা প্রকাশের পাশাপাশি, পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টও প্রকাশ করেন। সেখানে তিনি জানিয়ে দেন, পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। সেই সঙ্গে পরীক্ষার সময়ও ২ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী বছর সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। এবং দুপুর ১টা ১৫ মিনিটের বদলে পরীক্ষা শেষ হবে বিকেল ৩টে ১৫ মিনিটে।

Related posts

Leave a Comment