21 C
Kolkata
December 26, 2024
দেশ

কেজরিওয়াল সরকারের মাথায় অর্ডিন্যান্স নিয়োগ করতে চলেছে কেন্দ্র

নতুন দিল্লি: এবার থেকে আর ইচ্ছা-খুশি মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। দেশের রাজধানীর আপ সরকারের ওপর অর্ডিন্যান্স নিয়োগ করতে চলেছে কেন্দ্র সরকার। এরফলে দিল্লির আপ সরকারের সমস্ত সরকারি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করবে তিন সদস্যের এই কমিটি। শুক্রবার কেন্দ্র সরকারের তরফে এই অর্ডিন্যান্স গঠনের প্রস্তাব পেশ করা হয়েছে। সেই প্রস্তাবে ওই অর্ডিন্যান্সে ন্যাশনাল ক্যাপিটাল সিভিল সার্ভিসেস অথরিটি নামে একটি সংস্থা তৈরি করা হবে বলে জানানো হয়েছে। যদিও এই তিন সদস্যের চেয়ারপার্সন হবেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর সঙ্গে বাকি দুই সদস্য থাকবেন দিল্লি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। এরফলে এই তিন সদস্যের ভোটাভুটির ভিত্তিতে সরকারের সিদ্ধান্ত গৃহীত হবে। সংখ্যাগরিষ্ঠ ভোটাভুটির ভিত্তিতে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এরপরেও যদি কোনও মতপার্থক্য দেখা দেয়, তাহলে লেফটেন্যান্ট গভর্নরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরা হবে। এদিকে দিল্লির আপ সরকারের শিক্ষামন্ত্রী আতিশী কেন্দ্রের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, গণতন্ত্রের নিয়ম মেনে সুপ্রিম কোর্ট দিল্লির নির্বাচিত সরকারকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিয়েছিল। কিন্তু সাংবিধানিক বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্তের বিরুদ্ধে গেল মোদি সরকার।

Related posts

Leave a Comment