21 C
Kolkata
December 24, 2024
সাহিত্য

উন্নত চোর

অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।


উন্নত চোর আসবে এবার বাংলায়,
আপাতত নতজানু ঢাকতে ময়লা,
বেকায়দায় কুকীর্তি পাচার কয়লা,
কিভাবে চাকুরী বিক্রি গরু সামলায়!

নেতা মন্ত্রী বাহুবলী আসবে নতুন,
পুরাতন মুছে যাক্ সামনে সুদিন,
উন্নয়ন লড়ে যাবে দাবি সম্মুখীন,
চড়াম চড়াম শব্দ বাজে সুনিপুণ।

নব মোড়কে চোরেরা সন্ন্যাসীর বেশ,
ভোলাবার মন্ত্রপাঠ মাইকে প্রচার,
কোটি টাকা আত্মসাত্, দেখে মন ভার,
নারী বাড়ি গাড়ি মিলে দলেতে অশেষ‌।

খেলা হবে শ্লোগানের মিলে গেল খেলা,
পঁচাত্তর পঁচিশের ,ভাগ বাটে চ্যালা।

Related posts

Leave a Comment