সংবাদ কলকাতা: কিন্তু অনলাইনে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন? জানা গিয়েছে, প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in-তে যেতে হবে। দ্বিতীয়ত হোমপেজে মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত লিঙ্ক থাকবে wbresults.nic.in-তে। যেমন থাকবে West Bengal Board of Secondary Exam. Results-2023। ওই লিঙ্কে ক্লিক করতে হবে। তৃতীয়ত একটি নয়া পেজ খুলে যাবে। ওই পেজের উপরে লেখা থাকবে ‘Madhyamik Pariksha(SE) Results- Year 2023’। নীচে দেওয়া থাকবে ‘Enter Your Roll No’ এবং ‘Enter Date of Birth’। ওই ফাঁকা জায়গায় নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তারপর ‘Enter Captcha’-র শূন্যস্থান পূরণ করতে হবে পড়ুয়াদের। শেষে ‘Submit’ করতে হবে। চতুর্থত মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিতে হবে।
previous post
next post