27 C
Kolkata
April 12, 2025
Featured টিভি-ও-সিনেমা দেশ

The Kerala Story: কোথাও নিষিদ্ধ, কোথাও কর মুক্ত, ছবির এক কুশলীকে হুমকি

বাংলা ও তামিলে নিষিদ্ধ হলেও মধ্য ও উত্তরপ্রদেশে কর মুক্ত The Kerala Story, মুম্বইয়ে ছবির এক কুশলীকে হুমকি

সংবাদ কলকাতা: শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে গতকাল সোমবার রাজ্যে বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘ যে যব দৃশ্য এই সিনেমায় দেখানো হয়েছে তা রাজ্যের শান্তি-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক’। একইভাবে তামিলনাড়ু সরকারও সেরাজ্যে এই ছবি প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছে অনেক আগেই। এদিকে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ঠিক এর উল্টো সুর। সেখানে এই সিনেমাকে কর মুক্ত ঘোষণা করা হয়েছে। আজ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারও সেরাজ্যে এই ছবি করমুক্ত ঘোষণা করল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্যদের নিয়ে এই ছবি দেখবেন বলে জানিয়েছেন। আগামী ১২ মে লখনৌতে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি দেখবেন বলে জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত সুদীপ্ত সেন পরিচালিত, ‘দ্য কেরালা স্টোরি’র টিজার মুক্তির পর থেকেই এটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই ছবিতে তুলে ধরা হয়েছে কীভাবে কেরালার একাধিক হিন্দু ও ক্রিশ্চান মহিলাকে ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল। সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে বাধ্য করা হয়েছিল। গত ৫ মে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। আর এরপরই ছবিটি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

যদিও ছবির নির্মাতাদের দাবি, এই সিনেমাটি শুধুই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সমাজের কোনও নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো এর উদ্দেশ্য নয়। পরিচালক দাবি করেছেন, সিনেমাটি দেখার পর কারও কোনও অভিযোগ থাকবে না। অন্যদিকে এই ছবির ঘটনাগুলি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে কেরলার বাম ও কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি।

এদিকে সিনেমাটির এক কুশলীকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হুমকি মেসেজ করেছে। তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত মুম্বই পুলিশ। সেজন্য তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মুম্বই পুলিশের তরফে। জানা গিয়েছে, ওই কুশলীকে ম্যাসেজে লেখা হয়েছে, ‘তুমি ঠিক করোনি। বাইরে বেরিও না।’ যদিও এবিষয়ে এখনও মুম্বই পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Related posts

Leave a Comment