ইম্ফল, ৭ মে: লাগাতার হিংসার ঘটনা ঘটে চলেছে মণিপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে আধা সেনা। এরকম পরিস্থিতির মাঝে ঘরবন্দি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্কট দেখা দিয়েছে। সেজন্য আজ রবিবার চূড়াচাঁদপুর জেলায় তুলে নেওয়া হয়েছে কার্ফু। সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য ছাড় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে বাজার দোকান করতে পারেন, তার জন্য এই সিদ্ধান্ত।
প্রসঙ্গত দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে গত বুধবার থেকেই অশান্ত উত্তর পূর্বের এই রাজ্য। গত বুধবার থেকে সংঘর্ষের জেরে রাজ্যে এখনও পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আট জেলা থেকে হিংসার খবর পাওয়া যাচ্ছে। ওই জেলাগুলিকে নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা। এরকম পরিস্থিতির মধ্যে ওই রাজ্যে থাকা বাঙালিদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।