30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা

রায়গঞ্জ: আজ বুধবার, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দিল আয়কর দপ্তর ও ইডি। তদন্তের সময় তাঁদের সঙ্গে ছিলেন সিআরপিএফ-এর আধিকারিকরা। তাঁরা বিধায়কের রায়গঞ্জের বাড়ি ঘিরে ফেলেন। শুরু হয় তল্লাশি। বিধায়কের হিসাব বহিৰ্ভূত সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এজন্য তাঁর ভোজ্য তেলের কারখানাতেও হানা দেওয়া হয়েছে। 

এই কারখানার আর্থিক লেনদেন নিয়ে অনেক অনিয়ম রয়েছে বলে অভিযোগ। যদিও বিধায়কের ভাই ও শাসকদল দাবি করেছে, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই অভিযান চালানো হয়েছে। এদিকে একটি সূত্র মারফত জানা যাচ্ছে, বিধায়কের ম্যানেজারের বাড়িতেও অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related posts

Leave a Comment