সংবাদ কলকাতা: ঐতিহ্যশালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শৌচাগারে ছাত্রীদের গোপন ভিডিও তোলার অভিযোগ বিশ্ববিদ্যায়ের স্নাতক স্তরের এক ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগে ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। অভিযুক্তের ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন এক ছাত্রী। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ঘটে ঘটনাটি। এই ভবনের একই দেওয়ালের একদিকে ছাত্রদের শৌচাগার এবং অপরদিকে ছাত্রীদের শৌচাগার। দেওয়ালের একটি অংশে ছিল একটি ছিদ্র। সেই ছিদ্রটি ওই ছাত্রের নজরে আসতেই মোবাইল দিয়ে ছাত্রীদের গোপন ভিডিও রেকর্ড করতে শুরু করে।
এরকমই এক ছাত্রী শৌচাগারে গেলে দেখতে পান ওই ছিদ্র দিয়ে একটি মোবাইল একবার ওপরে উঠছে, আর একবার নিচে নামছে। তিনি বিষয়টি বুঝতে পেরে দ্রুত ছাত্রটিকে হাতেনাতে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন অন্যান্য ছাত্রীরা। ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, বিষয়টি নিয়ে যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এই কাজ করতে গিয়ে ওই ছাত্র ধরা পড়ার পর অন্যান্য ছাত্র–ছাত্রীরা ডিন অব স্টুডেন্টসের কাছে গিয়ে অভিযোগ জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছাত্রী অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেন। পরে অভিযুক্ত ছাত্র নিজেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অপরাধ স্বীকার করে নিয়েছেন।
previous post
next post