December 27, 2024
রাজ্য

তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে তলব করল সিবিআই

সংবাদ কলকাতা, ২১ এপ্রিল: এবার তৃণমূল নেতা শাহজাহান মোল্লাকে নোটিস দিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় ভাঙড়–১ পঞ্চায়েত সমিতির এই সভাপতিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। আজই তাঁকে দপ্তরে হাজির হতে বলা হয়েছে। জানা গিয়েছে, শাহজাহান মোল্লা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসি’‌র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার অত্যন্ত ঘনিষ্ঠ। তার সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার যোগসূত্র পেয়েছে বলে সূত্রের খবর। সেজন্য তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত এর আগে ভাঙড়ের এই তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সেই তল্লাশিতে উঠে আসে নিয়োগের নথি। সেই নথি থেকেই তাঁকে সরাসরি হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নোটিস পাওয়ার পর আজ সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে রওনা হন শাহজাহান মোল্লা। তিনি আজ সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরবেন বলে বাড়িতে জানিয়ে গেছেন। এরপর তিনি আজ শুক্রবার বেলা ১১টার পর নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দেন।

সূত্রের খবর শাহজাহান মোল্লা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ। শাহজাহান মোল্লা নিয়োগ দুর্নীতিতে কতটা জড়িয়ে আছেন, তা খতিয়ে দেখার জন্য তাঁকে ডাকা হয়েছে। কারণ তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। তাঁর মেয়ে–সহ একাধিক আত্মীয়–পরিজনকে গ্রুপ–ডি পদে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ।

Related posts

Leave a Comment