21 C
Kolkata
December 24, 2024
খেলা দেশ

প্রবল চাপে বিরাট কোহলি, আইপিএল-এর আচরণবিধি ভেঙে নামল শাস্তির খাড়া

মুম্বই, ১৮ এপ্রিল: আইপিএলের আচরণ বিধি ভেঙে বড়সড় জরিমানার সম্মুখীন হলেন বিরাট কোহলি। গতকাল সোমবার প্রথমে চেন্নাই সুপার কিংস আরসিবি-র বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২২৭ রানের টার্গেট দেয়। অপরাজেয় এই ইনিংসে বিধ্বংসী হয়ে ওঠেন শিবম দুবে। ২৭ বলে তিনি ৫২ রান করে ম্যাচের মোটিভ ঘুরিয়ে দেন। ম্যাচের হার জিতে শিবম ফ্যাক্টর হয়ে ওঠে। কিন্তু পার্নেলের বলে ক্যাচ আউট হয়ে যান তিনি। এই উইকেট পড়ার আনন্দে সেলিব্রেশন করতে গিয়ে আইপিএলের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হন তিনি।

ম্যাচ চলাকালীন আইপিএলের (IPL 2023) আচরণবিধি লঙ্ঘনের (Code Of Cunduct) অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ২.২ ধারা অনুযায়ী ম্যাচ চলাকালীন এই সেলিব্রেশন করা যায় না বলে জানিয়েছে উপদেষ্টা কমিটি। এজন্য কোহলিকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়।

আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ”রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আইপিএলের নিয়ম লঙ্ঘন করেন। তার জন্য তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিস্টার কোহলি আইপিএল কোড অফ কন্ডাক্টের ধারা ২.২- এর অধীনে লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন। লেভেল ওয়ান কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।”

অন্যদিকে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৮ রানে হেরে যায় আরসিবি। এমনিতেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির মধ্যে একটি ঠান্ডা লড়াই চলছে। গত শনিবার তাঁরা দুজনে মুখোমুখি হননি। তাঁর ওপর এই কড়া শাস্তি, গোদের ওপর বিষফোঁড়া বলে মনে করছে ক্রিকেটমহল।

Related posts

Leave a Comment