22 C
Kolkata
December 25, 2024
টিভি-ও-সিনেমা দেশ

কুমারী মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ

সুভাষ পাল, সংবাদ কলকাতা: কুমারী অবস্থায় মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রজ (Illeana D’Cruz)। মঙ্গলবার সোশ্যাল মাধ্যমে এই খবর শেয়ার করেছেন তিনি। তাঁর এই কুমারী অবস্থায় অন্তঃস্বত্তা হওয়া নিয়ে সোশ্যাল মাধ্যমে ঝড় উঠেছে। নিজের ইনস্টাগ্রামে একটি শিশুর পোশাকের ছবি পোস্ট করে নিজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনার বার্তা দেন ইলিয়ানা। সেই ছবির ক্যাপশনে লিখেছেন ‘এন্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিনস’। অন্য আরেকটি ছবিতে ইলিয়ানার গলার হারে ‘মামা’ অর্থাৎ মা লেখা ছবি শেয়ার করেছেন।

আজ সকালে এই খবর শেয়ার করতেই নেটপাড়ায় শুরু হয়েছে কানাঘুষো। সন্তানের বাবা কে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তা জানতে চেয়ে অনেকে প্রশ্নও করেছেন। তবে এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন ‘বরফি’ ও ‘রুস্তম’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ।

প্রসঙ্গত একসময় অ্যান্ড্রু নিবোনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০১৯ সালে প্রেমিক অ্যান্ড্রুর সঙ্গে ব্রেক আপ হয় তাঁর। সম্প্রতি তিনি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে সম্পর্কে আছেন বলে সূত্রের খবর। দুজনে একসঙ্গে ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছে। একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, খুব শীঘ্রই ইলিয়ানার সঙ্গে সেবাস্তিয়ানের বিয়ে হতে চলেছে। কিন্তু এবিষয়ে ইলিয়ানা মুখ খোলেননি।

উল্লেখ্য, দক্ষিণ এবং বলিউড অভিনেত্রী ইলিয়ানা ‘বরফি’ ও ‘রুস্তম’ ছাড়াও ‘বিগবুল’, ‘রেড’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন।

Related posts

Leave a Comment