April 24, 2025
দেশ

হরিয়ানার কার্নালে ধসে পড়ল তিনতলা রাইস মিল, মৃত ৪

হরিয়ানা, ১৮ এপ্রিল: হরিয়ানার কার্নালে ধসে পড়ল একটি তিনতলা রাইস মিল। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম হয়েছেন ২০ জন। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক। এমনটাই অনুমান করছে দমকল বাহিনী। কারণ, এই তিনতলা ভবনের মধ্যে রয়েছে শ্রমিকদের বিশ্রামাগার। সেখানে ঘুমোচ্ছিলেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলবাহিনী, পুলিশ ও অ্যাম্বুলেন্স। জোরকদমে চলছে উদ্ধার কাজ।

এখনও পর্যন্ত প্রায় ১২০ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও এসডিআরএফ। কীভাবে তিনতলা ওই রাইস মিলটি ভেঙে পড়ল সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। মিল মালিককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মিল কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment