23 C
Kolkata
April 17, 2025
রাজ্য

পূর্ব বর্ধমানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ২

দুর্গাপুর, ১৬ এপ্রিল: নববর্ষের দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা পূর্ব বর্ধমানের গলসিতে। শনিবার রাতে গলসি থানার কাছের এই দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। একটি ছোট চার চাকা গাড়ির পিছনে একটি লরি ধাক্কা মারার ফলে দুর্ঘটনাটি ঘটে। ছোট গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। সেখানেই আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক লরির চালক লরি নিয়ে পালিয়ে যায়। ছোট গাড়িটি দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ ঘাতক লরি ও তার চালকের অনুসন্ধান চালাচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

Related posts

Leave a Comment