নতুন দিল্লি: খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-এর প্রধান সহযোগী জগা সিংকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিস। তাকে হোশিয়ারপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তিনি পিলিভীতে ১৮ মার্চের পরে অমৃতপালকে লুকিয়ে রাখতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ।
শনিবার পাঞ্জাবের সিরহিন্দ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জগা সিং ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধানের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত। ডিআইজি (বর্ডার রেঞ্জ) নরিন্দর ভার্গব বলেন, সিরহিন্দ থেকে অমৃতপালের প্রধান সহযোগী জগা সিংকে পাঞ্জাব পুলিস গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত ১৮ মার্চ থেকে পালিয়ে বেড়াচ্ছেন অমৃতপাল। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পাঞ্জাব পুলিশ। কয়েকদিন আগেই গ্রেপ্তার হন অমৃতপালের অন্যতম সহযোগী পাপালপ্রীত। তাঁকে হোসিয়ারপুর থেকে গ্রেপ্তার করা হয়।
next post