সংবাদ কলকাতা, ১৩ এপ্রিল: উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড আসাদ এবং গুলাম পুলিশের এনকাউন্টারে নিহত। ঝাঁসিতে ডিওয়াইএসপি নবেন্দু এবং ডিওয়াইএসপি সুবিমলের নেতৃত্বে ইউপিএসটিএফ দলের সাথে এনকাউন্টারে তারা নিহত। গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে নিজের বাড়ির সামনে খুন হন বিধায়ক রাজু পালের একমাত্র সাক্ষী উমেশ পাল। মাফিয়া থেকে রাজনীতিতে পরিণত হওয়া আতিক আহমেদের ছেলে আসাদ এবং মাকসুদানের ছেলে গুলাম উভয়েই প্রয়াগরাজের ছেলে উমেশ পাল হত্যা মামলায় ওয়ান্টেড। সম্প্রতি তাঁদের দুজনের প্রত্যেকের মাথার দাম পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল।
প্রসঙ্গত বিএসপি বিধায়কে খুনে মূল প্রত্যক্ষদর্শী উমেশ পাল অপহরণ মামলায় দোষী সাব্যস্ত হন প্রাক্তন সমাজবাদী সাংসদ আতিক আহমেদ সহ আরও ২ জন। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আর্থিক জরিমানও করেছে আদালত। প্রমাণের অভাবে বেকুসার খালাস দেওয়া হয়েছে আতিকের ভাই আশরাফ সহ আরও সাতজনকে।
previous post
next post