বিথারি, ১৩ এপ্রিল: রাজ্যে শাসকদলের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিথারিতে প্রতিবাদ সভা করল বামফ্রন্টের যুব সংগঠন ডি ওয়াই এফ আই। এদিন তাঁরা রাজ্যের নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই প্রতিবাদ সভায় ডিওয়াইএফআই-এর স্থানীয় নেতৃত্বের সঙ্গে ছিলেন স্থানীয় সিপিএম নেতা বিনয় দাশ, কার্তিক সরকার সহ অন্যান্যরা। এদিন বিথারি বকুলতলা মোড়ের এই প্রতিবাদী পথসভায় বক্তব্য রাখার সময় বাম নেতারা বলেন, বামফ্রন্টের সময় যদি চিরকুটের মাধ্যমে নিয়োগ করা হতো, তাহলে পশ্চিমবঙ্গে আজ এতো সিপিএম নেতা-কর্মী বেকার থাকত না।