সংবাদ কলকাতা, ৯ এপ্রিল: জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা। এরপর সৎকার করতে গিয়ে হতবাক পরিবারের লোকজন ও পাড়া প্রতিবেশী। শিশুটি কেঁদে উঠতেই চাঞ্চল্য ছড়াল ঘাটালে। চিকিৎসকের গাফিলতির জন্য অবশেষে মৃত্যু হল ওই শিশুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।
জানা গিয়েছে, গত ৭ এপ্রিল প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হন মোনালিসা খাতুন। তাঁর বাড়ি গড়বেতা থানার বড়ডিহার গ্রামে। গতকাল শনিবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু, শিশুটির কিছু শারীরিক সমস্যা দেখে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই চিকিৎসকের নির্দেশ মতো হাসপাতাল থেকে শিশুটির ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়। পরে দেহটি বাড়ি এনে দেখা যায়, মৃত শিশু দিব্যি হাত পা নাড়তে শুরু করেছে। এই ঘটনার পর গতকাল শনিবার ফের নিজের সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে হাসপাতালে যান মোনালিসা। সেখানে ফের ভর্তি হওয়ার পর তার চিকিৎসা শুরু হয়। কিন্তু রবিবার ভোররাতে শিশুটি মারা যায়। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দিহান ওই শিশুর পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির জন্য শিশুটির মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী বিষয়টির তদন্তের আশ্বাস দিয়েছেন।
previous post