সংবাদ কলকাতা: সম্প্রতি রাজ্যে আরও দু’টি আয়ুষ হাসপাতাল চালু হতে চলেছে। ৫০ শয্যার এই হাসপাতাল দুটি স্থাপিত হবে নদীয়ার কল্যাণী ও বীরভূমের দুবরাজপুরে। এই খবরের সত্যতা স্বীকার করেছেন রাজ্য আয়ুর্বেদ অধিকর্তা দেবাশিস ঘোষ। তিনি বলেন, এই দুই হাসপাতালে প্রতিটি চিকিৎসাবিদ্যার জন্য ১০টি করে শয্যার ব্যবস্থা করা হবে। থাকবে প্রতিটি প্যাথির জন্য আলাদা আউটডোর।
প্রসঙ্গত বর্তমানে রাজ্যে দুটি আয়ুষ হাসপাতাল রয়েছে। এদের মধ্যে একটি রয়েছে তপশিখাতা ও অন্যটি রয়েছে পশ্চিম মেদিনীপুরে। প্রস্তাবিত নতুন দুটি হাসপাতাল চালু হলে রাজ্যে ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালের সংখ্যা বেড়ে ৪টি হবে।
next post