32 C
Kolkata
April 19, 2025
বিদেশ

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আইসিসি-র

মস্কো: পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক আদালত। ইউক্রেনে যুদ্ধ অপরাধের দায়ে এই নির্দেশ জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। পুতিনের পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাশিয়ার শিশু অধিকার দফতরের কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও। আন্তর্জাতিক আদালতের এই পরোয়ানাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বহু রাষ্ট্রনেতা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এই নির্দেশকে সমর্থন জানিয়েছেন।

তবে এই পরোয়ানাকে পাত্তা দিচ্ছে না রাশিয়া। এবিষয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বরং তিনি এই পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলে উল্লেখ করেছেন। এই পরোয়ানাকে ভিত্তিহীন বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমত্রি পেসকোভ।

বিশেষজ্ঞদের ধারণা, যেহেতু রাশিয়ার রাষ্ট্রক্ষমতা পুতিনের হাতে। সেজন্য দেশের মাটিতে এব্যাপারে তাঁর ভয়ের কোনও কারণ নেই। তবে বিদেশের মাটিতে তাঁর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউক্রেনকে আক্রমণ করার পর যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে এখন পুতিন যাওয়ার সাহস দেখবেন না। কারণ, সেখানে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও রাশিয়ার বন্ধুভাবাপন্ন দেশগুলিতে পুতিনের গ্রেপ্তারির আশঙ্কা নেই বললেই চলে।

Related posts

Leave a Comment