সংবাদ কলকাতা: সন্তোষজনক উত্তর না পেয়ে অনুব্রত মন্ডলের হিসাব রক্ষককে গ্রেপ্তার করল ইডি। অনুব্রতর সম্পত্তি সংক্রান্ত সঠিক হিসেব দিতে না পারায় তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, অনুব্রতর মেয়ে সুকন্যা ও বিদ্যুৎ বরণ মিলে নীর ডেভেলপার নামে একটি কোম্পানি খোলেন। এই কোম্পানির নামে ৯০ কাঠা জমি কেনা হয়। যার ১৬ জন শেয়ার হোল্ডার ছিল। কিন্তু পরে ওই জমির পুরো মালিকানা সুকন্যা ও বিদ্যুতের নামে ট্রান্সফার হয়ে যায়।
এই সব রহস্যের উন্মোচন করতেই হিসেব রক্ষক মনীশকে টানা সাড়ে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু সে কোনও সদুত্তর দিতে পারেনি। এছাড়া আরও অনেক সম্পত্তি কেনা হয় সুকন্যার নামে। অনুব্রতর অনুমতি সাপেক্ষে এই সব সম্পত্তি কেনাকাটার যাবতীয় দায়িত্ব সামলাতো ওই হিসেব রক্ষক। কিন্তু মনীশের গ্রেপ্তারিতে চাপে রয়েছে সুকন্যা মন্ডল। এমতাবস্থায় অনুব্রত কন্যা আদৌ ইডি দপ্তরে হাজির হবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেকের ধারণা, তিনি অসুস্থতার ভান করে হাজিরা এড়িয়ে যেতে পারেন।