November 1, 2025
রাজ্য

অনুব্রত কি দাবার বোড়ে?

অনুব্রত কি আসলে দাবার বোড়ে? আড়ালে রয়েছে কোনও প্রভাবশালী রাজা বা মন্ত্রী? যার ইশারায় এই গোটা দুর্নীতি প্রক্রিয়াটি চলছে! ধন্ধে ইডি আধিকারিকরা!

সংবাদ কলকাতা, নতুন দিল্লি: অনুব্রতর কাছে কী কী জানতে চায় ইডি? এপ্রসঙ্গে ইডি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার অনুব্রতর লটারীতে বিপুল অঙ্কের টাকা প্রাপ্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতর পরিবারের সদস্যদের নামে ৫৩টি জমির দলিলের হদিশ মিলেছে। যে জমিগুলি বীরভূম ও বীরভূমের বাইরে অবস্থিত। সেই জমি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চায় ইডি। বিপুল অঙ্কের টাকার দুর্নীতি হয়েছে। এই টাকার কোনও অংশ প্রভাবশালী কোনও ব্যক্তির কাছে যেত কিনা সেটাও জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নগদ টাকা, রাইস মিল, জমি–সহ একাধিক সম্পত্তির যে হিসাব মিলেছে, সে বিষয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় সমন পাঠানো এই ১২ জনকে। চার্জশিটে নাম থাকা এই ১২ জনের সঙ্গে অনুব্রতর লেনদেন নিয়েও জানতে চাওয়া হয়।

প্রসঙ্গত গত ৭ মার্চ অনুব্রতকে হেফাজতে পেয়ে একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জেরায় সুকন্যার লিখিত বয়ান নেওয়া হয়। জেরার সময় সুকন্যার নামে বিপুল সম্পত্তি ও টাকার উৎস বিষয়ে জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরায় সুকন্যা বলেন, সবই বাবা জানে। দিল্লিতে অনুব্রতকে জেরা করার সময় নিজের মেয়ের সেই বয়ান দেখানো হয়। তখন অনুব্রত নিজেকে ও মেয়েকে নির্দোষ বলে দাবি করেন। এই কথার পর ইডি-র ধারণা হয়, অনুব্রত যা বলছেন, তা যদি সত্যি বলে মেনে নেওয়া হয়, তাহলে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে, এর পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি বিষয়টি আড়ালে থেকে নিয়ন্ত্রণ করছে। অনুব্রত আসলে দাবার বোড়ে। তাঁর পিছনে রয়েছেন দাবার কোনও মন্ত্রী বা রাজা। সেই অদৃশ্য শক্তির ইশারায় এই গোটা অপরাধ প্রক্রিয়াটি চালানো হচ্ছে!

Related posts

Leave a Comment