19 C
Kolkata
December 26, 2024
রাজ্য

‘গ্ৰুপ-সি’ পদে নিযুক্ত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের

সংবাদ কলকাতা: এবার গ্ৰুপ সি-র ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদকে এই নির্দেশ দিয়েছেন, আগামীকাল বিকেল ৩টের মধ্যে এই ৮৪২ জন গ্ৰুপ সি কর্মীর চাকরি বাতিল করতে হবে। এদের মধ্যে ৭৮৫ জন সুপারিশপত্র প্রাপ্ত। কর্মরত এইসব কর্মীর ওএমআর শিটে কারচুপি হয়েছে। বিচারপতির প্রশ্নের জবাবে আদালতে তেমনটাই স্বীকার করেছেন এসএসসি-র আইনজীবী।

এছাড়া সুপারিশপত্র ছাড়াই নিয়োগ পেয়েছেন ৫৭ জন। যে তালিকা এসএসসি কর্তৃপক্ষ আদালতে পেশ করেছে। এই সুপারিশ পাওয়া ও না পাওয়া সকলের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শনিবার দুপুর তিনটের মধ্যে এদের চাকরি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আজ শুক্রবার থেকে এই কর্মরত গ্ৰুপ সি কর্মীরা আর স্কুলের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না। এমনকি স্কুলেও ঢুকতে পারবেন না।

Related posts

Leave a Comment