পুরী, ৯ মার্চ: পুরীর লক্ষ্মী মার্কেট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড। তিনজনকে অগ্নিদগ্ধ্ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দমকলের কর্মীরা তাঁদেরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন বলে জানা গিয়েছে।
গতকাল রাতে প্রথমে এখানকার গ্র্যান্ড রোডের মারিচিকোট চকের এই কমপ্লেক্সের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এরপর পাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ এই অগ্নিকান্ডে ৪০টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা রাত থেকে অগ্নিনির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে কমপ্লেক্সটি পুরীর মন্দিরের কাছেই অবস্থিত। ওই কমপ্লেক্সের ভিতরে রয়েছে হোটেল ও বাজার। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বহু পর্যটক। ঘটনার পর শতাধিক পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
previous post
