সংবাদ কলকাতা: মঙ্গলবার সন্ধ্যা ৭টার বিমানে বীরভূমের বাঘ অনুব্রত মন্ডলকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ইডির আধিকারিকরা। আসানসোল জেল থেকে কলকাতায় নিয়ে আসার পথে শক্তিগড়ে এক দোকানে কচুড়ি ও ল্যাংচা খাওয়ার জন্য দাঁড়ায় অনুব্রতর কনভয়।
এখানেই ঘনীভূত হয়েছে রহস্য। অনুব্রত পৌঁছনোর আগেই সেখানে উপস্থিত ছিলেন আরও তিনজন। অনুব্রত ঘনিষ্ঠ কৃপাময় ঘোষ ও অনুব্রতর মেয়ে সুকন্যা মন্ডলের গাড়ির চালক তুফান মিদ্দা। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। সেখানে বসে দোকানের ৯৯৫ টাকা বিল মেটালেন ঐ তিন আগন্তুক।
এই তিনজন ও অনুব্রত একই টেবিলে বসে ফিসফিস করে কথা বলেন। কানে কানে কথা হয় তুফান মিদ্দার সঙ্গে। কি কথা হল তাদের মধ্যে? তাহলে কি আসন্ন পঞ্চায়েত ভোটের মাস্টার প্ল্যান করলেন অনুব্রত।
বিরোধীদের নিশানায় এবার অনুব্রতর এই বৈঠক। একজন পুলিশ হেপাজতে থাকা ব্যক্তি কিভাবে আলাদাভাবে তিনজন ব্যক্তির সাথে গোপন বৈঠক করতে পারেন? উঠছে প্রশ্ন।