সংবাদ কলকাতা: আগামী ১ এপ্রিল থেকে সোনার গহনায় ৬ ডিজিটের হলমার্ক বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র সরকার। এই হলমার্ক বা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ছাড়া সোনার গহনা বিক্রি নিষিদ্ধ হতে চলেছে। হলমার্কের মাধ্যমে আসলে বিক্রেতার কাছ থেকে সোনার বিশুদ্ধতার স্বীকারোক্তি আদায় করায় মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। অর্থাৎ হলমার্কে লেখা ক্যারেটের চেয়ে কম শুদ্ধতার সোনা যদি কোনও বিক্রেতা বিক্রি করে, তাহলে তাকে দিতে হবে বড় অঙ্কের ক্ষতিপূরণ। গহনা নির্মাতা বা বিক্রেতার দেওয়া এই ক্ষতিপূরণ পাবেন সংশ্লিষ্ট গহনা ক্রেতা।
প্রসঙ্গত, এতদিন ৪ ডিজিটের বিশেষ হলমার্ক নম্বর চালু ছিল। কিন্তু কেন্দ্র সরকার ৬ ডিজিটের হলমার্কের প্রচলন করলেও সেই নিয়ম অনেকে মেনে চলছিল না। এজন্য বিক্রেতাদের দুই বছর সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই এতদিনেও ৪ ডিজিটাকে ৬ ডিজিট করে নেয়নি। সেজন্য আর অপেক্ষা করতে রাজি নয় কেন্দ্র।
তবে পুরনো ৪ ডিজিটের হলমার্ক অলংকার যাদের আছে, সেগুলি বাতিল হবে না। যদিও এপ্রিল থেকে ৪ ডিজিটের নতুন অলংকার গ্রাহ্য হবে না। বিক্রেতাদের কাছে ৪ ডিজিটের পুরনো অলঙ্কার থাকলে, সেগুলি ৬ ডিজিট করে নিতে হবে। শুধু তাই নয়, এবার থেকে প্রতিটি সোনার গহনাতে ডিআইএস লোগো, শুদ্ধতার মান ও ৬ ডিজিটের ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার থাকতে হবে।