24 C
Kolkata
April 18, 2025
রাজ্য

মালদহে প্রোমোটারের বাড়িতে বোমাতঙ্ক

Dynamite with timing device in cardboard box.

মালদহ: মালদহে এক প্রোমোটারের বাড়িতে বোমাতঙ্ক। শনিবার একটি ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাড়িতে পৌঁছানো এক উপহারের প্যাকেট ঘিরে এই বোমাতঙ্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, উপহারের বাক্সটি যে ব্যক্তি পাঠিয়েছিলেন তাঁর ঠিকানা বাক্সের ওপর উল্লেখ ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে ওই প্রোমোটার প্রদীপ সেনের পরিবারের লোকেদের সন্দেহের উর্দ্রেক হয়। তাঁরা আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেন। আটক করা হয় ওই ক্যুরিয়ারের ডেলিভারি ম্যানকে। কিন্তু, প্যাকেটটি খুলে তিনটি সুগন্ধী মোমবাতি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন বাসিন্দারা। প্রসঙ্গত অতীতে মালদহে ক্যুরিয়ারে বোমা পাঠানোর ঘটনা ঘটে। সেই থেকে আতঙ্কের সৃষ্টি হয়।

Related posts

Leave a Comment