সংবাদ কলকাতা: গতকাল গভীর রাতে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। গ্রেপ্তারের আট ঘন্টা পর জামিনে মুক্ত হলেন এই তরুণ আইনজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্ত্যবের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণ এই আইনজীবীকে শনিবার রাত আড়াইটে নাগাদ গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে বড়তলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়। কিন্তু, আদালতে জোর ধাক্কা খেল রাজ্য। মাত্র আট ঘন্টার মধ্যে তিনি জামিনে মুক্ত হলেন।
এদিকে এই গ্রেপ্তারির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, গোটা প্রক্রিয়াটাই বেআইনি। আইনবিরুদ্ধ এই কাজ করা হয়েছে মুখ্যমন্ত্রীর চাপে। মুখ্যমন্ত্রী তাঁর কর্মীদের দিয়ে হাস্যকর এফআইআর করিয়েছেন। পুলিশকে চাপ দিয়েছেন। পুলিশও আইনকানুন ভুলে গিয়ে তাই করেছে। পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে, তারা আইনের কাছে দায়বদ্ধ, মুখ্যমন্ত্রীর নির্দেশের কাছে নয়। এটা তাদের বোঝার সময় এসেছে। আর তাঁরা যাতে ভালো করে বোঝেন, সেই ব্যবস্থাও করব আগামী দিনে।
তিনি আরও বলেন, পুলিশ আইন মেনে কাজ করেনি। ওপর থেকে বলা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করো। তাই করেছে। কত বড় নির্লজ্জ মুখ্যমন্ত্রী হলে তাঁর শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তুলতে পারেন। একজন আইনজীবী যখন আলোচনার সময় বক্তৃতা করছিলেন তাঁর ভিত্তিতে। তাঁর বক্তৃতার মান যাই হোক না কেন, তিনি একটি বইয়ের রেফারেন্স দিচ্ছিলেন। সেই বইটা তো বাজারে নিষিদ্ধ নয়। কী করবেন? অর্বাচীনদের হাতে ক্ষমতা গেলে এই পরিণতি হতে বাধ্য।
জানা গিয়েছে, গতকাল শুক্রবার কৌস্তভ একটি সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। যা নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট বির্তকের সৃষ্টি হয়।
previous post