29 C
Kolkata
April 15, 2025
দেশ বিদেশ

এফবিআই প্রধানের দাবি, চীনের গবেষণাগার থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস!

ওয়াশিংটন: চীনের সরকারি ল্যাব থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। ফের সেই চাঞ্চল্যকর দাবি উঠল। আগে একাধিকবার এই দাবি উঠেছে। একবার এক চীনা বিজ্ঞানী আমেরিকাতে কর্মরত থাকাকালীন এই দাবি করেছিলেন। এবার দাবি করলেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। রে বলেছেন, ‘‌এফবিআই এই বিষয়ে তদন্ত করেছে। মনে হচ্ছে কোনও একটি গবেষণাগার থেকেই কোভিড অতিমারির উৎপত্তি।’‌ যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, উহানের গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়ায়নি। রে আরও বলেন, ‘‌একাধিক গবেষণায় দেখা গেছে, ভাইরাসটি চীনের উহানের বাজার থেকে ছড়িয়েছে। মনে হয়, সেখানকার সামুদ্রিক খাবারের বাজার ও বন্যপ্রাণীর বাজার থেকেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।’‌ ওই বাজার থেকে ৪০ মিনিট দূরত্বেই রয়েছে দ্য উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজি। সম্প্রতি চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ‘‌কোভিডের উৎস’‌ নিয়ে চীনকে আরও স্বচ্ছ হওয়ার আহ্বান জানান।

Related posts

Leave a Comment