সংবাদ কলকাতা: গত শনিবার মহেশতলার রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটে। এখানকার চট্টা পঞ্চায়েতের মাঝেরপোলের এই ঘটনায় চার জন জখম হন। রবিবার কারখানার মালিককে গ্রেপ্তার করল পুলিশ। কোনও অনুমতি ছাড়াই নিজের বাড়িতে কেমিক্যাল দিয়ে জিন্স ওয়াশের কাজ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।
জানা গিয়েছে, বিস্ফোরণের পরদিন রবিবার দুপুরে ঘটনাস্থল খতিয়ে দেখে ফরেনসিক টিম। এখানে কি কি কেমিক্যাল ব্যবহার হতো তা জানার জন্য সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
previous post
next post