23 C
Kolkata
April 18, 2025
দেশ

মধ্যপ্রদেশের সিধিতে তিনটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত ১৭, জখম ৫৫

ভোপাল: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১৭ জন। জখম হয়েছেন আরও প্রায় ৫৫ জন মানুষ। একটি ট্রাকের সঙ্গে তিনটি বাসের সংঘর্ষে ঘটেছে এই দুর্ঘটনা। রাস্তার ধরে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পরপর তিনটি বাসে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। এরফলে দুইটি বাস রাস্তার পাশের গভীর খাদে গিয়ে পড়ে। অন্য বাসটি ঘটনাস্থলেই উল্টে যায়। গতকাল রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে সিধির চুরহট-রিবা জাতীয় সড়কে। জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস তিনটি সতনার কুম্ভ মেলা থেকে ফিরছিল। এই মেলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁরা।

সেখান থেকেই ঘরে ফিরছিলেন। মাঝপথে রাস্তার ধারে বাসগুলি পথ বিরতি নেওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮ জন যাত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা। সেখানে মৃত্যু হয় আরও অনেকের। উদ্ধার কাজে সহযোগিতা করেন স্থানীয় বাসিন্দারা। মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আহতদের যাতে উপযুক্ত চিকিৎসা হয় সে বিষয়ে গুরুত্ব বাড়ানো হয়েছে। এব্যাপারে প্রশাসনকে যথাযথ নজরদারি করতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment