সংবাদ কলকাতা : এবার থেকে ট্যুইটারের মতো ফেসবুক, ইনস্টাগ্রামেও টাকার বিনিময়ে পাওয়া যাবে ব্লু টিক। মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পেইড প্রিমিয়ামের মাধ্যমে প্রোফাইল ও পেজগুলিতে এই ব্লু টিক দেওয়া হবে। এর জন্য প্রায় ১২ ডলার প্রতি মাসে খরচ করতে হবে। অর্থাৎ এই সাবস্ক্রিপশনের জন্য লাগবে ভারতীয় টাকায় ১০০০ টাকা।
তবে সব দেশে একই সময়ে এই পরিষেবা চালু হবে না। ধাপে ধাপে বিভিন্ন দেশে পরিষেবাটি চালু হবে। প্রথমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে পরিষেবাটি চালু করা হবে। এরপর আমেরিকা ও অন্যান্য দেশের নাগরিকরা এই পেইড সাবস্ক্রিপশন পাবেন। সংস্থার তরফে জানানো হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিরাপত্তা ও স্বচ্ছতাজনিত কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই মেটা ভেরিফায়েডের মূল্য এক এক দেশে এক এক রকম হতে পারে।