November 1, 2025
রাজ্য

শাহিদ ইমাম ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন, বিশ্বাসই করতে পারছেন না গ্রামবাসীরা

সংবাদ কলকাতা: শাহিদ ইমাম চালাতেন ওষুধের দোকান। সম্প্রতি প্রাথমিক স্কুলে চাকরিও পেয়েছেন। শোনা যাচ্ছে, ইনি নাকি টলি জগতে অভিনেতা হিসাবেও নাম কিনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলেন সেই খ্যাতনামা ব্যক্তি শাহিদ ইমাম।

শাহিদের বাবা একজন স্বনামধন্য শিক্ষক। তিনিও একজন তৃণমূল নেতা। তাঁকে সন্মানের চোখে দেখে এলাকাবাসী সহ বিরোধী দলের নেতারাও। এলাকাবাসীর প্রশ্ন, এমন একজন ব্যক্তির সন্তান হয়ে শাহিদ কিভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন?

শুক্রবার গ্রেপ্তারের পর শাহিদের একজন প্রতিবেশী জানান, শাহিদকে আমরা ভালো ছেলে বলেই জানতাম। আমাদের এটা বন্যা কবলিত এলাকা। বন্যার সময় শাহিদকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে। এটা যেন চোখে দেখেও বিশ্বাস করা যায় না।

Related posts

Leave a Comment