30 C
Kolkata
August 3, 2025
বিদেশ

সিরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলায় ৫৩ জনের মৃত্যু

দামাস্কাস, ১৮ ফেব্রুয়ারি: সিরিয়ায় ফের ভয়াবহ জঙ্গি হামলা। গতকাল হোমস-এ ঘটেছে এই ঘটনা। সাত সেনা সহ ৫৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচ জন। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। সেনাদের একটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা। মৃতদের অনেকের মাথায় গুলি লেগেছে।

এই হামলার দায় এখনও কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। তবে আইএস জঙ্গি গোষ্ঠী এই কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সিরিয়ার কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের সেরকমই ধারণা।
উল্লেখ্য, আইএস জঙ্গি গোষ্ঠী গত বছর জানুয়ারি মাসে কামিশলি শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে। যার দায় স্বীকার করেছিল আইএস। ভয়াবহ সেই ঘটনায় মৃত্যু হয় ৪৪ জনের। আহত হন আরও ১৪০ জন।

Related posts

Leave a Comment