21 C
Kolkata
December 25, 2024
রাজ্য

এবার রাজ্যের পঞ্চায়েত ভোটে থাকবে কেন্দ্রীয় বাহিনী

সংবাদ কলকাতা: রাজ্যের পঞ্চায়েত ভোট কড়া নাড়ছে দরজায়। অবশেষে বিরোধীদের দাবিকেই মান্যতা দিয়ে রাজ্যের পঞ্চায়েত ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বহুদিনের দাবি ছিল পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হোক। যে বিষয় নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ফলে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। এবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করে বলা হয়েছে আগামী ২৭ ফেব্রুয়ারির আগে রাজ্য নির্বাচন কমিশন কোনওরকম পঞায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।

শুভেন্দু অধিকারীর দাবি, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল পঞ্চায়েত ভোট। কিন্তু ২০১৮ সালে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোটে হিংসা ছিল অব্যাহত। তাই এবারের পঞ্চায়েত ভোট যাতে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে নির্বিঘ্নে হয় তার আবেদন জানিয়েছেন হাইকোর্ট।

Related posts

Leave a Comment