জোড়হাট, ১৭ ফেব্রুয়ারি: আসামের জোড়হাটে আগুনে ভস্মীভূত শতাধিক দোকান। গতকাল বৃহস্পতিবার ঘটেছে এই অগ্নিকান্ড। রাত সাড়ে ৯টা নাগাদ প্রথমে চকবাজারের একটি দোকানে আগুন লাগে। পরে সেই আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। এভাবে শতাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু দীর্ঘ সময়ের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
এই ঘটনায় স্থানীয় দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন দোকানের মালিক তথা ব্যবসায়ীরা। তাঁদের আরও দাবি, এই অগ্নিকান্ডে তাঁদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান।
উল্লেখ্য, আসামের জোড়হাটের চাকবাজারে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফের সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে অন্তর্ঘাতের বিষয়টি জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ফলে এলাকায় একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।