21 C
Kolkata
December 25, 2024
দেশ

উত্তরাখণ্ডের দারমা উপত্যকায় এই প্রথমবার তুষার চিতার দেখা মিলল

পিথোরাগড়: উত্তরাখণ্ডের তুষারাবৃত একটি গ্রামে নেমে এল স্নো লেওপার্ড বা তুষার চিতা। সাধারণত এই চিতাকে জনবসতি এলাকায় দেখা যায় না। এরা পার্বত্য এলাকায় কমপক্ষে ১২ হাজার ফুট উচ্চতায় অবস্থান করে। কিন্তু, এই প্রথমবার উত্তরাখণ্ডের দার গ্রামে দেখা মিলল একটি তুষার চিতার। এখানকার পিথোরাগড় জেলার দারমা উপত্যকায় অবস্থিত এই গ্রামটি। যার উচ্চতা ১১ হাজার ১২০ ফুট। প্রবল তুষারপাতের কারণে কিছুটা নিচে নেমে আসে চিতাটি। অত্যধিক ঠান্ডার কারণে সেটি নেমে এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত ৬ ফেব্রুয়ারি একদল অভিযাত্রী মাত্র ২০ ফুটের ব্যবধানে এই বিরল প্রাণীটিকে প্রথম দেখতে পান। তাঁরা এই স্নো লেওপার্ডটির ছবি ও ভিডিও তুলে রাখেন।

বৃহস্পতিবার পিথোরাগড়ের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহন দাগারে সংবাদ মাধ্যমকে বলেছেন, উচ্চ-হিমালয়ের প্রাণীর সন্ধানে অনুসন্ধানকারীদের একটি দল দার গ্রামের উপরে একটি তুষারময় ভূখণ্ডে নির্জন স্থানের অধরা প্রজাতির এই প্রাণীটিকে দেখতে পায়। তিনি আরও বলেন, অভিযাত্রীরা প্রায় ২০ মিটার দূর থেকে তুষার চিতাটিকে তাঁদের ক্যামেরা বন্দী করেছে। ডাগরে বলেন, এই প্রথমবারের মতো এই উচ্চতায় একটি তুষার চিতাবাঘের সন্ধান পাওয়া গেছে। ডিএফও বলেন, উচ্চতর অঞ্চলে ভারী তুষারপাতের কারণে প্রাণীটি তার স্বাভাবিক আবাসস্থল থেকে নেমে এসেছে। এর আগে গাড়ওয়াল হিমালয়ের নন্দা দেবী রেঞ্জে, হিমাচল প্রদেশের কিছু অংশ এবং লাদাখ অঞ্চলে তুষার চিতাবাঘ দেখা গিয়েছিল।

Related posts

Leave a Comment