হাওড়া: হাওড়ার বাগনানে ফের অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। বাগনানের মানকুড় মোড় সংলগ্ন এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, এখানকার একটি গাড়ির চাকায় হাওয়া দেওয়ার দোকানে প্রথমে আগুন লাগে। পরে আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এই ঘটনায় কোনও হতাহতের কারণ না ঘটলেও প্রচুর টাকার মালপত্রের ক্ষতি হয়। কারোর শত্রুতার জন্যই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন দোকানের মালিকরা। প্রসঙ্গত কয়েক দিন আগে বাগনানের স্টেশন সংলগ্ন এলাকায় আগুনে ভস্মীভূত হয়ে যায় ১৮ টি দোকান।
previous post
next post